বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

জাইকা প্রতিনিধি দলের বশেমুরকৃবি পরিদর্শন

গাজীপুর প্রতিনিধি

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তমোহিদে, সিনিয়র রিপ্রেজেন্টেটিভ মারি মিওরাসহ চার সদস্যের প্রতিনিধি দল গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি) পরিদর্শন করেন। ভিসি প্রফেসর ড. গিয়াসউদ্দীন মিয়া প্রতিনিধি দলকে স্বাগত জানান এবং দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় সভায় মিলিত হন। ভিসির সভাপতিত্বে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ। জাইকা-ইপসা-বশেমুরকৃবি সম্পর্কের অব্যাহত উন্নয়ন ও বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন পরিচালক (গবেষণা) প্রফেসর আবিয়ার রহমান। প্রধান অতিথির বক্তব্যে জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। ভবিষ্যৎ দ্বিপক্ষীয় সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র সম্পর্কে আলোকপাত করেন তিনি।

সর্বশেষ খবর