শিরোনাম
শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

বিচার দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন বাবা

সমুদ্রে নাবিকের রহস্যজনক মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চীন সাগরে পণ্যবাহী জাহাজে আবদুর রহমান নামে এক বাংলাদেশি নাবিকের মৃত্যু নিয়ে ধূম্র্রজাল তৈরি হয়েছে। আবদুর রহমান (২৮) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শিবপুর-হরিপুর মহল্লার বীর মুক্তিযোদ্ধা হারুন-অর রশিদের ছেলে। গত বছরের ১ জুন মধ্যরাতে সিঙ্গাপুরের এমটি কনসার্টো নামক জাহাজে মৃত্যু হয় তার। জানা যায়, আবদুর রহমান ২০১৭ সালের ২০ এপ্রিল যোগদান করেন এ চ্যালেঞ্জিং পেশায়। ২০২২ সালের ১ জুন মধ্যরাতে চীন সাগরের এক বন্দর থেকে আরেক বন্দর যাওয়ার পথে তার মৃত্যু। ৪১ দিন পর দেশে আসে তার লাশ। চট্টগ্রাম শিপিং অফিস অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে উল্লেখ করলেও কোরিয়ান হাসপাতালের ডেথ সার্টিফিকেটে কারণ উল্লেখ নেই। ময়নাতদন্ত রিপোর্ট বলছে, মৃত্যু হয়েছে শ্বাসরোধে। নিয়োগ দানকারী প্রতিষ্ঠান হক অ্যান্ড সন্স কর্তৃপক্ষের দাবি, বিষক্রিয়ায় মারা গেছেন আবদুর রহমান। লাশের ভিসেরা রিপোর্টে বিষক্রিয়ার আলামত পাওয়া যায়নি। এ ঘটনায় নৌপরিবহন অধিদফতরের তদন্ত প্রতিবেদনে তার মৃত্যুকে রহস্যজনক উল্লেখ করে পুলিশি তদন্তের সুপারিশ করা হয়েছে। ঘটনার ১৪ মাসেও মামলা নেয়নি পুলিশ। ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এমন দাবি নিয়ে বিচার চেয়ে দ্বারে দ্বারে ঘুরছেন বীর মুক্তিযোদ্ধা বাবা।

সর্বশেষ খবর