রবিবার, ২০ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

নিখোঁজ গৃহবধূ ও শিশুর লাশ উদ্ধার

প্রতিদিন ডেস্ক

নিখোঁজের ১৫ দিন পর রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে নিজ স্বামীর বাড়ির সেপটিক ট্যাংকের ভিতর থেকে মিনু বেগম (২৭) নামে এক গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মিনু বেগম তেঁতুলিয়া গ্রামের উজ্জল শেখের স্ত্রী এবং একই গ্রামের মেহের আলীর মেয়ে। গতকাল দুপুর ২টার দিকে বহরপুর তেঁতুলিয়া গ্রামের স্বামীর বাড়ির সেপটিক ট্যাংকের ভিতর থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় মিনু বেগমের ননদ পারভীন খাতুন ও দেবর নাজির শেখের ছোট স্ত্রী শারমীন আক্তারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা। এদিকে কুমিল্লার তিতাসে নিখোঁজের তিন দিন পর সাত বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল স্থানীয়রা উপজেলার কলাকান্দি বজলুর রহমান বালুর মাঠে লাশ পড়ে থাকতে দেখেন। পুলিশ গিয়ে ওই শিশুর লাশ উদ্ধার করে। নিহত শিশু মো. আরিয়ান হোসেন সায়মন উপজেলার কলাকান্দি গ্রামের উত্তরপাড়া মাস্টার বাড়ির প্রবাসী আবুল কাসেমের ছেলে।

স্থানীয় কিন্ডার গার্টেন পেরুজল ইসলামিক স্কুলের নার্সারির ছাত্র ছিল সে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আরিয়ান সায়মন গত বুধবার (১৬ আগস্ট) বিকালে খেলতে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে ছেলেকে না পেয়ে শুক্রবার ছেলের সন্ধান চেয়ে তিতাস থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার মা খোরশেদা বেগম। তিতাস থানার ওসি সুধীন চন্দ্র দাস বলেন, সকালে বালুর মাঠে একটি লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে শিশুটিকে হত্যা করা হয়েছে। অপরাধী শনাক্তে পুলিশের পাশাপাশি গোয়েন্দা সদস্যরা মাঠে কাজ শুরু করেছে।

সর্বশেষ খবর