রবিবার, ২০ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

ভোলার গ্যাস দক্ষিণে সরবরাহের দাবি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে এক বিভাগীয় মতবিনিময় সভায় ভোলার গ্যাস অগ্রাধিকার ভিত্তিতে দক্ষিণাঞ্চলের শিল্প ও আবাসিক পর্যায়ে সরবরাহের দাবি জানানো হয়েছে। গতকাল নগরীর শহীদ আবদুর রব সেরনিয়াবাত আইনজীবী সমিতি মিলনায়তনে এই সভার আয়োজন করে ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলন নামে একটি সংগঠন। বরিশাল বিভাগের ছয় জেলা ছাড়াও ফরিদপুর, গোপালগঞ্জ ও মাদারীপুর জেলার বামপন্থি ও প্রগতিশীল রাজনৈতিক-সামাজিক নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন। ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলনের ভোলা জেলা কমিটির আহ্বায়ক ও ভোলা জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মোবাশ্বের উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ডা. মনীষা চক্রবর্তী, অধ্যাপক মিজানুর রহমান সেলিম, আবুল কালাম আজাদ বাদল, শহীদুল ইসলাম মিরন,  ডা. সৈয়দ হাবিবুর রহমান।

এই দাবি আদায়ে বরিশাল বিভাগের অন্যান্য জেলা এবং ফরিদপুর, গোপালগঞ্জ ও মাদারীপুর জেলার ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলনের কমিটি গঠন করে সব জেলায় মতবিনিময় সভা করার সিদ্ধান্ত হয়। সব জেলায় মতবিনিময় সভা শেষে বৃহত্তর সমাবেশ করার সিদ্ধান্ত হয় সভায়। -নিজস্ব প্রতিবেদক, বরিশাল

সর্বশেষ খবর