মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

চার দিন ধরে পানির পাম্প বিকল, রোগীদের দুর্ভোগ

কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের পানি সরবরাহের একমাত্র পাম্পটি চারদিন ধরে বিকল। এতে পুরুষ ও ডেঙ্গু ওয়ার্ডের বাথরুমে ট্যাপ থেকে পানি সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে। ফলে রোগীসহ স্বজনদের ভোগান্তি বেড়েন্ডেন্ডেছ। তারা বাহির থেকে পানি এনে জরুরি কাজ সারছেন। পানি কম ব্যবহার করায় বাথরুম থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে ওয়ার্ডগুলোতে। গত শুক্রবার থেকে ৫০ শয্যার এ হাসপাতালে এমন অবস্থা সৃষ্টি হয়েছে।

ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে আসা লালুয়া ইউনিয়নের নয়াপাড়ার ঝুমুর বেগম (২৮) বলেন, পানি না হলে এক মিনিটও চলে না। বইরে থেকে স্বজনরা পানি এনে ব্যবহার করছেন। পুরুষ ওয়ার্ডের রোগী মহিপুরের আতোয়া সরদার জানান, হাসপাতালে ভর্তির পর থেকেই বাথরুমে পানি ছিল না। এখনো পানি আসেনি। টয়লেট থেকে দুর্গন্ধ ছড়ানোয় অস্বস্তিবোধ হচ্ছে। একই কথা বলেন, ভর্তি রোগী সুমন হাওলাদার, মিন্টু খান ও হালিমসহ অনেকে। হাসপাতাল সূত্রে জানা যায়, গত শুক্রবার পানির পাম্প নষ্ট হয়। এরপর স্থানীয় ব্যবস্থাপনায় মেশিনটি ঠিক করার ব্যবস্থা নেওয়া হয়। বার বার চেষ্টা চালিয়েও ঠিক করা সম্ভব হয়নি। শনিবার জরুরিভিত্তিতে নতুন সাবমারসিবল পাম্প স্থাপনের জন্য পটুয়াখালী স্বাস্থ্য প্রকৌশলী অধিদফতরের-এইচইডি নির্বাহী প্রকৌশলী বরাবর চিঠি দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার চিন্ময় হাওলাদার বলেন, পাম্পে সমস্যা দেখা দিয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।

সর্বশেষ খবর