মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

১০ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল স্বাভাবিক

অগ্নিবীণা এক্সপ্রেস লাইনচ্যুত

ময়মনসিংহ প্রতিনিধি

১০ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল স্বাভাবিক

ময়মনসিংহ থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী আন্তনগর অগ্নিবীণা এক্সপ্রেসের তিনটি বগি ফাতেমানগর স্টেশনের কাছে লাইনচ্যুত হয়। প্রায় ১০ ঘণ্টা উদ্ধার কাজ শেষে গতকাল সকাল ৮টা থেকে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে রবিবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ময়মনসিংহ জংশন স্টেশনে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী যমুনা এক্সপ্রেস এবং গফরগাঁওয়ে ঢাকাগামী ব্র?হ্মপুত্র এক্সপ্রেস আটকা পড়ায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। ট্রেন লাইনচ্যুতির ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনের সুপারিনটেনডেন্ট এস এম নাজমুল হক খান বলেন, জামালপুর থেকে আসা অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ স্টেশন থেকে রাত ৮টা সাত মিনিটে ছেড়ে যায়। ত্রিশালের ফাতেমানগর স্টেশনের অদূরে লাইনচ্যুত হয় তিনটি বগি। রেলওয়ের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে রাত সোয়া ১০টা থেকে কাজ শুরু করে। রাত ১২টার দিকে ট্রেনের ১০টি বগির মধ্যে ক্ষতিগ্রস্ত তিনটি রেখে সাতটি বগি নিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। ময়মনসিংহ লোকোশেডের ইনচার্জ আলাউদ্দিন বলেন, ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে প্রায় ৪০০ মিটার পথ লাইনের ক্ষতি হয়। যে কারণে উদ্ধার কাজে একটু সময় লাগে।

সর্বশেষ খবর