মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

শিক্ষার্থীকে মারধরে ছাত্রলীগ নেতা গ্রেফতার

ফেনী প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে তিন শিক্ষার্থীকে মারধর ও শ্লীলতাহানির মামলার প্রধান আসামি রবিউল হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার রাতে ফেনী শহর  থেকে তাকে গ্রেফতার করা হয়। রবিউল সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের হেলাল উদ্দিদেন ছেলে ও বগাদানা ইউনিয়ন ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক। গত বৃহস্পতিবার বখতারমুন্সী শেখ শহীদুল ইসলাম ডিগ্রি কলেজ এইচএসসি পরীক্ষা কেন্দ্র থেকে পরীক্ষা শেষে ফেরার পথে ছাত্রীদের পিছু নেন রবিউল ও তার সহযোগীরা। একপর্যায়ে তাদের উত্ত্যক্ত করেন। প্রতিবাদ করলে ছাত্রীদের চড়থাপ্পড় মারেন রবিউল।

পরে ছাত্রীরা দ্রুত সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ির উদ্দেশে রওনা হন। রবিউল ও তার সহযোগীরা অটোরিকশার পিছু নিয়ে অটোরিকশার গতিরোধ করে তাদের আবারও মারধর করেন। ছাত্রীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যান। এ ঘটনায় গত শনিবার রাতে ভুক্তভোগী এক ছাত্রী বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় রবিউল হাসানসহ চারজনের নামে মামলা করেন। মামলার অন্য আসামিরা হলেন রবিউলের সহযোগী মো. তুষার, মো. মুরাদ ও মো. ফারুক। এদিকে ঘটনার পর ফেসবুকে সংবাদ প্রচার করায় স্থানীয় সাংবাদিক গিয়াস উদ্দিন মামুনকে হত্যা করে লাশ গুমের হুমকিও দেন রবিউল। সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ হাসান ইমাম বলেন, ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক ছিলেন। গত রবিবার রাতে রবিউল ও তার সহযোগীরা ঢাকা-চট্টগ্রামে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে ফেনী শহরে যায়- এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে শহরের ট্রাংক রোড থেকে রবিউলকে গ্রেফতার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা দৌড়ে পালিয়ে যায়। জিজ্ঞাসাবাদে রবিউল ঘটনার দায় স্বীকার করেছেন। গ্রেফতার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। পুলিশ অন্য আসামিদের গ্রেফতার করতে অভিযান চালাচ্ছে।

 

 

সর্বশেষ খবর