মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। স্বর্ণামতী নদী থেকে গতকাল আবদুর রাশিদ (৪০) নামের ওই অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আবদু রাশিদ পার্শ্ববর্তী বালাপাড়া গ্রামের খোরশেদ আলমের ছেলে। জানা যায়, গত রবিবার বিকালে রাশিদ অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। গভীর রাতেও বাড়ি না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজখবর করতে থাকেন। সোমবার দুপুরে বাড়ির অদূরে  স্বর্ণামতী নদীর কান্তেস্বর সেতুর নিচে স্থানীয়রা লাশ দেখে থানায় খবর দেন। পুলিশ সেতুর নিচ থেকে লাশটি উদ্ধার করলে স্বজনরা এসে শনাক্ত করেন। লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) আলমগীর রহমান বলেন, ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে অটোরিকশাটি ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। জড়িতদের ধরতে পুলিশ তদন্ত শুরু করেছে। আদিতমারী থানার ওসি মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ মর্গে পাঠানো হয়েছে। অপরাধীদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।

নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ : নিজস্ব প্রতিবেদক, বগুড়া জানান, জেলা শহরে নির্মাণাধীন ফতেহ আলী সেতু-সংলগ্ন এলাকায় করতোয়া নদী থেকে অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে লাশটি উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সদর পুলিশ ফাঁড়ির এসআই খোরশেদ আলম জানান, ওই যুবকের বয়স ২০-২৫ বছর। গায়ে কালো টি-শার্ট রয়েছে। শরীরের নিচের অংশে পোশাক ছিল না। মুখে হালকা গোঁফ ও ছোট দাড়ি আছে। পানিতে থাকায় লাশ ফুলে উঠেছে। পরিচয় জানতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই টিম ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করেছে।

সর্বশেষ খবর