মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

ধামরাইয়ে ১৫ মিনিটে মারা গেল ১১ গরু

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ধামরাইয়ে ১৫ মিনিটে মারা গেল ১১ গরু

ঢাকার ধামরাইয়ে বালিয়া কাজীপাড়া এলাকার বালিয়া এগ্রো ফার্মের ১১ গরু ১৫ মিনিটেই মারা গেছে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে, ধামরাইয়ের বালিয়া কাজীপাড়া গ্রামের মৃত এমএ শুকুর আলীর ছেলে প্রায় ৩ বছর আগে বালিয়া এগ্রো নামে একটি গরুর খামার গড়ে তুলে। সে খামারে ১৬টি গরু ছিল। গতকাল সকালে খাবার খেয়ে ১৫ মিনিটেই মারা যায় ১১ গরু। আর ৫টির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ফার্মের কর্মচারী সাদ্দাম হোসেন জানান, প্রতিদিনের মতো গতকাল সোমবার সকাল ৭টার দিকে ফার্মের ১৬টি গরুকে খাবার দেই। এরপর আমি বাড়িতে নাস্তা খাওয়ার জন্য যাই। ১৫ মিনিট পরই আমাদের অপর কর্মচারী করুনা সৃত্র আমার বাড়িতে গিয়ে চিৎকার দিয়ে বলে ফার্মের সব গরুই মাটিতে পড়ে ছটফট করতে করতে মারা যাচ্ছে। আমি দৌড়ে এসে দেখি ১৬টির মধ্যে ১১টি গরু মারা গেছে। খামারের মালিক আসাদুজ্জামান খান সাংবাদিকদের জানান, সকালে খাবার দেওয়ার পর সে খাবার খেয়ে একে একে গরু মৃত্যুর কোলে ঢলে পড়ে । আমরা গত দুইবছর ধরে একই ধরনের খাবার পরিমাণ মতো গরুগুলোকে খাওয়াচ্ছি। মারা যাওয়ার সময় প্রতিটা গরুর পায়খানার রাস্তা দিয়ে রক্ত পড়তে দেখা গেছে। তিনি আরও জানান, ১১ গরুর মধ্যে ৩টি ষাঁড়, আর বাকিগুলো বকনা ও গর্ভবতী ছিল। যার মূল্য হবে প্রায় ৩০ লাখ টাকা। এ সময় তিনি কান্নায় ভেঙে পড়েন। এ ব্যাপারে ধামরাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সেলিম জামান জানান, আমি জানার পর ঘটনাস্থলে আমাদের প্রতিনিধি পাঠানো হয়েছে। কি কারণে গরুগুলো মারা গেল তা জানার জন্য নমুনা সংগ্রহ করতে বলা হয়েছে বলে জানান তিনি।

সর্বশেষ খবর