মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

ফতুল্লায় আওয়ামী লীগ অফিস ভাঙচুর, আটক ৩৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ ফতুল্লার মাসদাইরে কিশোর গ্যাংয়ের তাণ্ডব ও স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ অফিস ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। ওই ঘটনায় কিশোর গ্যাং সদস্য সাব্বির, মশিউর রহমান রনিসহ আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০ জনকে আসামি করা হয়। এ ঘটনায় পুলিশ ৩৫ জনকে আটক করেছে। গত রবিবার রাতে ফতুল্লার মডেল থানার এসআই কামাল বাদী হয়ে মামলাটি করে। ফতুল্লা মডেল থানার ওসি নূরে আযম জানান, এলাকার কেউ বাদী হতে সম্মত না হওয়ায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। মামলায় এজাহারনামীয় আসামি রয়েছে আটজন এবং অজ্ঞাতনামা আসামি ৪৫-৫০ জন। ওসি আরও বলেন, এই মামলায় রাতভর অভিযান চালিয়ে ৩৫ আসামিকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রসঙ্গত গত ১৯ আগস্ট শনিবার রাত ৯টায় মাসদাইরের শেরেবাংলা সড়কের তিনটি পয়েন্টে বাঁশ, রড ও রামদা নিয়ে মহড়া দিতে দেখা যায় কিশোর গ্যাং সাব্বির গ্রুপ ও নেছার গ্রুপের সদস্যদের। এ সময় তারা সড়কে মহড়ার পাশাপাশি আওয়ামী লীগের একটি অফিসে হামলা করে প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর ও এমপি শামীম ওসমানের ছবি ভাঙচুর করে। এ ছাড়া তালা-ফ্যাক্টরি এলাকার একাধিক দোকানপাট ও ঈদগাহ মাঠের সামনে একটি রেস্তোরাঁয় ব্যাপক ভাঙচুর চালায়। তাদের ধারালো অস্ত্রের আঘাতে একজন পুলিশ কর্মকর্তা, একজন নৈশ প্রহরী এবং আরেক দোকানি গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। একটি সূত্র জানায়, মাসদাইর ও আশপাশের এলাকায় ইন্টারনেট ও ক্যাবল টিভি ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সাব্বির ও নেছার নামে দুই ব্যক্তির নেতৃত্বাধীন দুটি গ্রুপের দ্বন্দ্ব রয়েছে। এই দ্বন্দ্বকে কেন্দ্র করে শনিবার রাত ৮টার দিকে সাব্বিরকে মারধর করে নেছারের লোকজন। এর পরই সাব্বিরের লোকজন তাণ্ডব চালায়। এলাকার সিসিটিভি ক্যামেরায় ঘটনাটি ধরা পড়েছে।

সর্বশেষ খবর