মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

কৃষকের গাছ ও ফসলের সঙ্গে এ কেমন শত্রুতা!

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর শিবপুরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে এক দরিদ্র কৃষকের জমির ফসল ও গাছ কেটে ফেলেছে। এতে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক। নরসিংদীর শিবপুরের বাহেরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা শিবপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা হয়েছে।

জানা যায়, শিবপুরের বাহেরদিয়া গ্রামে ১৬ শতাংশ জমি বর্গা নিয়ে শিম, হলুদসহ নানা ধরনের সবজি চাষ করে জীবিকা নির্বাহ করছেন কলিম উদ্দিন ফকির নামে এক কৃষক। সম্প্রতি জমির মালিকানা দাবি করে জাহাঙ্গীর পাঠান ও ফেরদৌস কবিরের মধ্যে আদালতে বণ্টকনামা মামলা-মোকদ্দমা চলে আসছিল। এরই মধ্যে ফেরদৌস কবির পক্ষের লোকজন হঠাৎ জমিতে এসে বোনা শিমের টালসহ সব হলুদ গাছ নিধন করে ফেলেন। একই সঙ্গে জমির আইল কেটে দেওয়া হয়। ফলে জমির সব হলুদসহ শিমের টাল নষ্ট হয়ে যায়। এতে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বর্গাচাষি। খবর পেয়ে শিবপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় রবিবার রাতে শিবপুর থানায় লিখিত অভিযোগ করেছেন জাহাঙ্গীর পাঠান। বর্গাচাষি মো. কলিম উদ্দিন ফকির বলেন, আমি দরিদ্র কৃষক। আমার জমি জমা নেই। তাই মানুষের কাছ থেকে জমি বর্গা নিয়ে কৃষি কাজ করে জীবন চালাই। এরই মধ্যে জমি নিজের দাবি করে আমার জমির সব ফসল ও গাছ কেটে ফেলেছে। এতে আমার পেটে লাথি পড়েছে। আমি এর বিচার চাই।

সর্বশেষ খবর