বুধবার, ২৩ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

রাঙামাটিতে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান : আটক ৭০

ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি

রাঙামাটিতে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান : আটক ৭০

রাঙামাটিতে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একের পর এক অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। গত দুই দিনের অভিযানে আটক হয়েছেন প্রায় ৭০ যুবক। বেশির ভাগই কলেজ শিক্ষার্থী। প্রতিদিন সন্ধ্যার পর এসব যুবকের রাজত্ব চলে রাঙামাটি শহরজুড়ে। তাদের মোটরসাইকেলের উত্তেজনা আর পাড়ামহল্লায় আড্ডাবাজি, উচ্ছৃঙ্খল আচার আচরণে অতিষ্ঠ রাঙামাটিবাসী। এই উঠতি যুবকদের চিহ্নিত করে অভিযান অব্যাহত রেখেছে রাঙামাটি জেলা পুলিশ। প্রাথমিকভাবে আটক করলেও পরে থানায় নিয়ে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হচ্ছে বলে জানান রাঙামাটি কোতোয়ালি থানার কর্মকর্তা। পুলিশসূত্রে জানা গেছে, সম্প্রতি বেশকিছু অভিযোগের ভিত্তিতে রাঙামাটির কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযানে নামে পুলিশ। শহরের কোর্ট বিল্ডিং, বনরূপা, তবলছড়ি, রিজার্ভ বাজার, কলেজ গেট ও আসামবস্তি এলাকায় বিশেষ অভিযান চলে রাত ১০টার পর মধ্যরাত পর্যন্ত। এ সময় বিভিন্ন অলিগলি ও পাড়ামহল্লায় আড্ডারত কিশোর গ্যাংয়ের প্রায় ৭০ সদস্যকে আটক করে পুলিশ। আটক করে সবাইকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়। এ ব্যাপারে রাঙামাটি কোতোয়ালি থানার ভারপাপ্ত কর্মকর্তা মো. আরিফুল আমিন জানান, যুবসমাজকে সঠিক পথে নিয়ন্ত্রণ করতে এ অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে রাত ৯টার পর কোনো কিশোরকে আড্ডাবাজি করতে দেখা গেলে পুলিশ আটক করবে। এখন পর্যন্ত রাত ১০টার পর ওয়াপদা কলোনি, এডিসি কলোনি, পর্যটন এলাকা, ধনমিয়া পাহাড়, ওমদামিয়া পাহাড়, মাঝের বস্তি, শহীদ মিনার এলাকা, উন্নয়ন পেছনে ও নিচের রাস্তা, সিভিল সার্জনের অফিসের পাশে অভিযান চালিয়ে ৩৩ কিশোরকে আটক করা হয়। পরদিন শহরের কাঁঠালতলী, বনরূপা ফরেস্ট রোড, ট্রাইবেল আদাম, কালিন্দিপুর, স্টেডিয়াম ও কলেজ গেট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এতে উঠতি ৩৭ কিশোরকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মোবাইল ক্যাসিনো, জুয়ার আড্ডা, মাদকের আড্ডাসহ কিশোর গ্যাং কার্যক্রম পরিচালনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

সর্বশেষ খবর