বুধবার, ২৩ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

পাঠদান বন্ধ রেখে জমি দখল সংঘর্ষে আহত ২০

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের গাংনী উপজেলা শিক্ষক কল্যাণ ও কর্মচারীর সমিতির শিক্ষকরা পাঠদান বন্ধ রেখে জমি দখল করতে যেয়ে দুইপক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে শরিফা খাতুন নামে এক নারীর অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেলে রেফার করেছে।

গতকাল সকালে পৌর এলাকার বাঁশবাড়িয়া গ্রামে এর সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গাংনী উপজেলা বাঁশবাড়িয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে কুতুব উদ্দিন ১৫.৭৫ শতক জমি ভোগ দখল করে আসছিলেন। জমিটি নিয়ে শিক্ষক কল্যাণ ও কর্মচারীর সমিতির সঙ্গে মেহেরপুর আদালতে মামলা চলমান। আদালত শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য ১৪৫ ধারা জারি করেন। গতকাল সকালে  বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে শিক্ষকরা ১৪৫ ধারা ভঙ্গ করে জমিটি দখল করতে গেলে উভয়পক্ষের সংঘর্ষ হয়।

সর্বশেষ খবর