বুধবার, ২৩ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

অজ্ঞাত লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অজ্ঞাত (৫০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে উপজেলার হরষপুর ইউনিয়নের শিশা জালালপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। বিজয়নগর থানার ওসি মো. রাজু আহম্মেদ জানান, সকালে উপজেলার হরষপুর ইউনিয়নের শিশা জালালপুর এলাকায় লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। মৃত ব্যক্তির চোখে আঘাতের চিহ্ন রয়েছে। তার পরিচয় জানার চেষ্টা চলেছে। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ হবে। ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে।

 

সর্বশেষ খবর