বুধবার, ২৩ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

মুক্তিযোদ্ধার ওপর হামলার বিচার দাবি

নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেনের (৭৫) ওপর হামলার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি লাহুড়িয়া পশ্চিমপাড়ায় আকবর  হোসেনের বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মামলার বাদী ভুক্তভোগী আকবর হোসেনের ভাইপো বাবলু শেখ, রাসেল   শেখ, সোহাগ শেখসহ পরিবারের সদস্যরা।  বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন বলেন, গত ২৫ মে লাহুড়িয়া বাজারে চায়ের দোকানে অবস্থানকালে ওই এলাকার কয়েক যুবক আমার ওপর হামলা চালায়। সাইজকাঠ দিয়ে আমার দুটি পা ভেঙে দেয় সন্ত্রাসীরা। ছেলেকে বিদেশ পাঠানোর জন্য আমার কাছে যে দুই লাখ টাকা ছিল, সেই টাকাও ছিনিয়ে নেয় তারা।

 

সর্বশেষ খবর