বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

গড়াইপাড়ের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদীপাড়ের প্রায় ৯ বিঘা (৩ একর) জায়গার অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। দুপুরে কয়া ইউনিয়নের কয়া ইকোপার্ক এলাকায় প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত। অভিযান চলাকালে ঘর, দোকানপাট, বাঁশের ঘেরাসহ সব প্রকার স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেয় প্রশাসন। এ সময় কয়া ইউপি চেয়ারম্যান মো. আলী হোসেন, কয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা গোলাম সরোয়ার হোসেন, থানা পুলিশ, সার্ভেয়ার রেজাসহ অনেকেই উপস্থিত ছিলেন। জানা গেছে, প্রায় তিন মাস ধরে স্থানীয় রাজা নামে একজন প্রত্যেকের কাছ থেকে ১০ থেকে ১৫ হাজার টাকার বিনিময়ে ইকোপার্ক সংলগ্ন গড়াই নদীপাড়ের প্রায় ১০ থেকে ১২ জনকে বসতঘর ও ৮ থেকে ১০ জনকে দোকানঘর করার জন্য অবৈধভাবে জমি বরাদ্দ দেন। এ ছাড়াও কয়েকজন সেখানে গবাদিপশুর জন্য ঘাস চাষ করছেন রাজার কাছ থেকে জমি বরাদ্দ নিয়ে। খবর পেয়ে দুপুর ১টার দিকে উচ্ছেদ অভিযান চালায় উপজেলা প্রশাসন।

সর্বশেষ খবর