বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

নিরাপদ অভিবাসন বিষয়ে আলোচনা

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় নিরাপদ অভিবাসন ও মানব পাচারবিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল এডাব্লিউও ইন্টারন্যাশনাল অ্যান্ড বিএমজেডের সহযোগিতায় এ আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গিদারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশীদ ইদুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ মো. খলিলুর রহমান- বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধা জেলা কর্মসংস্থান ও জনশক্তির সহকারী পরিচালক নেশারুল হক, গাইবান্ধা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি)-এর অধ্যক্ষ প্রকৌশলী মো. আবদুর রহিম। আলোচনা সভায় বক্তারা বিদেশগামীদের উদ্দেশে বলেন, বিদেশ যাত্রা যাতে নিরাপদে হয় এবং কীভাবে একজন বিদেশ যাবে সেটা নিয়েই আজকের এ আলোচনা। তবে দক্ষ হয়ে বিদেশগমন করতে হবে অন্যথায় ঝামেলা হতে পারে। আমরা অনেকেই জানি না কীভাবে বিদেশ যেতে হয়। তাই সঠিকভাবে প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে বিদেশে গেলে এসব জনবল দেশের উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারবে।

সর্বশেষ খবর