বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

বেহাল সড়কে ভোগান্তি

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

বেহাল সড়কে ভোগান্তি

ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের একটি সড়কের বেহাল অবস্থা। ইট বিছানো সড়কের অনেক জায়গায় ইটের অস্তিত্ব পর্যন্ত নেই। সড়কের ভিতরে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই কাদাপানিতে একাকার হয়ে যায় সড়কটি। এতে ওই সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে ভোগান্তির শিকার হতে হয় সাধারণ মানুষকে। এ দুরবস্থা সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের দক্ষিণ ফুকরা ঈদগাহ ময়দান থেকে স্লুইসগেট সড়কের। এলাকাবাসী সূত্রে জানা যায়, সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের সালথা-সোনাপুর সড়কের দক্ষিণ ফুকরা ঈদগাহ ময়দান থেকে শুরু করে রাঙারদিয়া গ্রাম হয়ে স্লুইসগেট পর্যন্ত তিন কিলোমিটার সড়ক। এ সড়ক দিয়ে দক্ষিণ ফুকরা, রাঙারদিয়া গ্রামের মানুষরা প্রতিনিয়ত চলাচল করে। এ সড়ক দিয়ে রাঙারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও যোগারদিয়া উচ্চবিদ্যালয়ের কয়েক শত শিক্ষার্থী যাওয়া-আসা করে।

স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদফতর সালথা কার্যালয় সূত্রে জানা যায়, ২০১১ সালে এ সড়কে ইট বিছানো হয়। তারপর এ সড়কে আর কোনো সংস্কার কাজ হয়নি। স্থানীয়রা আরও জানায়, দীর্ঘদিন ধরে সড়কটি চলাচলের অনুপোযোগী হয়ে পড়লেও সংস্কারের উদ্যোগ নেই। বৃষ্টি হলেই সড়কটি কাদাপানিতে ডুবে যায়। তখন চলাচল করতে খুবই কষ্ট হয়। সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। অনেক জায়গায় ইটের অস্তিত্ব নেই। ভ্যানচালক সোহরাব শেখ (৪৩) বলেন, রাস্তাটা অনেক খারাপ। আগে জানলে যত টাকাই দেক এ রাস্তায় আসতাম না। স্থানীয় বাসিন্দা রাকিবুল হাসান (২৮) বলেন, ‘আমি একটি বেসরকারি হাসপাতালে চাকরি করি। আগে বাড়ি থেকে গিয়ে চাকরি করতাম। এখন শুধু এ সড়কটির জন্য প্রতিদিন বাড়ি থেকে গিয়ে চাকরি করতে পারি না। সালথা উপজেলা প্রকৌশলী আবু জাফর মিয়া বলেন, সম্প্রতি ফরিদপুরে গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণের জন্য একটি প্রকল্প নেওয়া হয়েছে। এ প্রকল্পে ওই সড়ক অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রকল্পের কাজ শুরু হলেই সড়কটি কার্পেটিং করা হবে।

সর্বশেষ খবর