বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

ভাঙনের কবলে সরকারি প্রাথমিক বিদ্যালয়

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে আকস্মিক ভাঙন দেখা দিয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ধূলসড়া ইউনিয়নের ৪৬ নং চর মকুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আংশিক ধ্বসে গেছে। গতকাল ধূলশুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদ খান এ তথ্য জানান। আগের দিন সোমবার রাতে ৩০ মিনিটের পদ্মার ভাঙনে ১২টি বাড়ি পদ্মায় বিলীন হয়ে গেছে। পদ্মা ভাঙন ঝুঁকিতে রয়েছে বিদ্যালয়সহ অর্ধ শতাধিক বাড়িঘর ও ফসলি জমি। ইউনিয়নের আবিধারা ও ইসলামপুর এলাকায় ভাঙনের শিকার ১২টি পরিবার এখন নিঃস্ব। ভাঙন রোধে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাপসী রাবেয়া বলেন, ‘মঙ্গলবার রাতে স্কুলের আংশিক পদ্মায় ধ্বসে গেছে। আমি ভাঙন এলাকা পরিদর্শনে আছি।’

মানিকগঞ্জ পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মাঈন উদ্দীন বলেন, পানি উন্নয়ন বিভাগ থেকে আপৎকালীন সময়ে ১২০০ মিটার কাজ চলছে। হঠাৎ করেই সোমবার রাতে কয়েকটি বাড়ি বিলীন হয়ে গেছে। গতকাল রাতে একটি স্কুলের আংশিক ধ্বসে গেছে। বৃষ্টির মধ্যেও আমাদের লোকজন জিও ব্যাগের পাশাপাশি, জিও টিউব ও ডাম্পিং করছে। বাড়িঘরগুলো রক্ষা করতে আমরা কাজ করছি। আশা করি ভাঙন রোধ হবে।

সর্বশেষ খবর