শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

২৩ দিন পর বাংলাবান্ধায় পাথর আমদানি

পঞ্চগড় প্রতিনিধি

টানা ২৩ দিন পর চতুর্দেশীয় বাংলাবান্ধা স্থলবন্দরে ভারত থেকে পাথর আমদানি শুরু হয়েছে। গতকাল থেকে পাথর আমদানির তথ্য নিশ্চিত করেছেন স্থলবন্দরের প্রশাসনিক কর্মকর্তা শওকত আলী মিয়া। তিনি জানান, বৃহস্পতিবার দুপুর থেকে বন্দরে ভারত থেকে পাথরবাহী ট্রাক প্রবেশ করছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর পাথর আসায় কর্মচাঞ্চল্যতা ফিরছে বন্দরে। আজ ৯ ট্রাক পাথর বন্দরে প্রবেশ করেছে। আগামী শনিবার থেকে পুরোদমে ভারত থেকে পাথর আসার কথা রয়েছে। আমদানিকারকরা এজন্য সব প্রক্রিয়া শুরু করেছেন।

তবে ভুটানের পাথর আমদানি এখনো বন্ধ রয়েছে। স্থলবন্দর আমদানি-রফতানি গ্রুপের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কুদরত ই খুদা মিলন বলেন, শুল্ক কর বৃদ্ধির কারণে এ মাসের ১ তারিখ থেকে ব্যবসায়ীরা লোকসান হওয়ার ভয়ে ভারত থেকে পাথর আমদানি বন্ধ রেখেছিলেন। শুল্ক বিভাগের সিদ্ধান্তই বহাল রয়েছে। সে ভিত্তিতেই আমদানিককারকরা পাথর আমদানি করতে শুরু করেছেন। গতকাল কিছু পণ্যবাহী (পাথর) ট্রাক বন্দরে প্রবেশ করেছে। পাথর আসার মধ্য দিয়ে আবার সেই প্রাণচঞ্চলতা ফিরে পাবে। এর আগে পাথর ব্যবসায়ীরা জানিয়েছিলেন, ৩১ জুলাই শুল্ক বিভাগ ব্যবসায়ীদের চিঠি দিয়ে প্রতি মেট্রিক টন ভারতীয় পাথরে (বোল্ডার) অ্যাসেসমেন্ট ভ্যালু (শুল্ক) ১২ ডলার থেকে ১৩ ডলার করার কথা জানায়। আর ভুটানের পাথরে (ভাঙা পাথর) প্রতি মেট্রিক টনে অ্যাসেসমেন্ট ভ্যালু (শুল্ক) ২১ ডলার থেকে বাড়িয়ে ২৪ ডলার করা হয়েছে। এ রেটে পাথর আমদানি করলে লোকসানে পড়তে হবে ভেবে তারা ১ আগস্ট থেকে পাথর আমদানি বন্ধ রেখেছিলেন। ভারত থেকে টানা ২৩ দিন ও ভুটান থেকে দেড় মাসেরও বেশি সময় বন্দরে পাথর আসা বন্ধ থাকায় অচল হয়ে পড়ে কার্যক্রম। কর্মচাঞ্চল্য হারিয়ে ফেলে বন্দরটি। কর্মহীনতায় পড়ে হাজার হাজার শ্রমিক।

সর্বশেষ খবর