শনিবার, ২৬ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

গরু চুরির জন্যই হত্যা রাখাল বাবুলকে, গ্রেফতার ৬

হবিগঞ্জ প্রতিনিধি

গরু চুরির জন্যই হত্যা রাখাল বাবুলকে, গ্রেফতার ৬

হবিগঞ্জের মাধবপুরে গরু চুরি করার জন্যই রাখাল বাবুল মিয়াকে (৪৮) শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার এস এম মুরাদ আলী। নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে গতকাল এ তথ্য জানান তিনি। পুলিশ সুপার বলেন, বাবুল মিয়া হত্যার ঘটনায় ইতোমধ্যে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রাখাল বাবুল মিয়া নোয়াপাড়া ইউনিয়নের ইটাখোলা গ্রামের ছায়ের আলী সরদারের ছেলে। পুলিশ সুপার এস এম মুরাদ আলী জানান, ১৫ জুলাই সকালে বাবুল মিয়া তাদের গৃহপালিত সাতটি গরু বাড়ির পাশে রঘুনন্দন পাহাড়ে খাস খাওয়ানোর জন্য নিয়ে যান। সন্ধ্যায় গরু বাড়ি ফিরলেও বাবুল মিয়া বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে তার সন্ধ্যান পায়নি। ১৮ জুলাই জগদীশপুর বিটের রঘুনন্দন পাহাড়ে জঙ্গল থেকে বাবুলের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়। পুলিশ সুপার জানান, লাশ উদ্ধারের পর থেকে মৃত্যুরহস্য উদঘাটনে মাঠে নামে পুলিশ। একপর্যায়ে চুনারুঘাট উপজেলার কালীনগর গ্রামের বাসিন্দা লাল মিয়াকে গ্রেফতার করা হয়। তিনি হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন এবং জড়িত অন্যদের নাম প্রকাশ করেন। বৃহস্পতিবার দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে বশির মিয়া, আবদুল কাইয়ুম, আবদুল জাব্বার, জিলু মিয়া ও সবুজ মিয়াকে গ্রেফতার করে। তারা চুনারুঘাট উপজেলার বাসিন্দা। গতকাল বিকালে গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর