শনিবার, ২৬ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

২৫ বছর পর মাকে খুঁজে পেলেন শাহানারা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

২৫ বছর পর মাকে খুঁজে পেলেন শাহানারা

দীর্ঘ ২৫ বছর পর মাকে পেয়ে এখন আনন্দে ভাসছেন শাহানারা। তিনি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পশ্চিম ধুলাসার গ্রামের আলী হোসেন ও শিরিন বেগমের মেয়ে। মাত্র ছয় বছর বয়সে হারিয়ে যান শাহানারা। ভুলে গিয়েছিলেন বাবা ও মায়ের নাম-পরিচয়। গতকাল বিকালে স্থানীয় ইউনিয়ন পরিষদে মা এবং মেয়ের সঙ্গে দেখা হয়। সেখানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শিরিন মেয়েকে দেখেই চিনতে পারেন। পরে ছোটবেলায় শাহানারার হাঁটুর নিচে গরম পানি পড়ে পুড়ে যাওয়া দাগ দেখে শনাক্ত করেন মেয়েকে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শৈশবে তার হারিয়ে যাওয়াও ছিল আরেক করুণ গল্প। তখন বয়স ছিল ছয় বছর। বাবা-মায়ের সংসারে ছিল খুব অভাব। এ অবস্থায় মেয়েকে এক বাসায় কাজে দেন। একটি গ্লাস ভাঙার অপরাধে শাহানারাকে মারধর করেন মালিক। সেখান থেকে পালিয়ে চলে যান বরিশাল। মা শিরিন বেগম মেয়েকে অনেক খোঁজাখুঁজি করেন। তাকে না পেয়ে তিনি অনেকটা পাগলের মতো হয়ে যান। শাহানারা বলেন, গত কয়েক মাস আগে আমি সরকারিভাবে মৎস্য বিভাগের মাধ্যমে ট্রেনিং করতে এই গ্রামে আসি। আসার পর থেকে কেমন যেন  গ্রামটা পরিচিত মনে হয়। একপর্যায়ে স্থানীয় মেম্বার চেয়ারম্যান ও অনেকের সহযোগিতায় আমার পরিবার এবং মাকে খুঁজে পাই। আমি সবাইকে ধন্যবাদ জানাই যে, আমার হারানো পরিবারকে খুঁজে পেয়েছি। পরিবারকে ফিরে পেয়ে জীবনের নতুন অধ্যায়ের কথা বলছেন ফিরে আসা শাহানারা। তখন আমি কীভাবে বরিশাল যাই, সেটুকু আমার মনে নেই। তবে ওখানে এক মহিলা আমাকে পেয়ে বরিশালের একটি এতিমখানায় দিয়ে আসে। পরে আমি সেখানেই বড় হই। ১৬ বছর আগে আমাকে বিয়ে দেন জেলা প্রশাসক। আমি এখন পরিবারের সঙ্গে বরিশালে বসবাস করছি। ধুলাসর ইউপি চেয়ারম্যান আবদুর রহিম বলেন, আমার কাছে আসার পরে আমি বিভিন্ন স্থানে খোঁজখবর নিয়ে তার পরিবারের সন্ধান পাই। পরে তার হারিয়ে যাওয়ার কথা উভয়পক্ষের কাছে শুনে নিশ্চিত হই যে, সেই হারিয়ে যাওয়া মেয়েটি এই শাহানারা। তিনি তার মায়ের কাছে এবং পরিবারের কাছে ফিরেছেন।

সর্বশেষ খবর