শনিবার, ২৬ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

জাতীয় শোক দিবস উপলক্ষে দেবিদ্বারে আলোচনা সভা

কুমিল্লা প্রতিনিধি

বঙ্গবন্ধুর মতো নেতা শুধু বাংলায় কেন, গোটা পৃথিবীতে খুব বেশি নেই। যিনি একটা জাতিকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েই ক্ষান্ত থাকেননি, দিনের পর দিন লড়াই-সংগ্রাম করে গেছেন স্বাধীনতার জন্য। সত্যি সত্যি তিনি সে দেশকে স্বাধীনতা এনে দিয়েছেন। ১৯৪৭ থেকে ১৯৭১ পর্যন্ত টানা ২৪ বছরের সে সংগ্রাম যেন এক মহাকাব্য। আমরা বড়ই অভাগা জাতি, এমন বিশ্বনেতাকে স্বাধীনতার মাত্র চার বছরের মাথায় সপরিবারে হত্যা করা হয়েছিল এ স্বাধীন দেশে। কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ গতকাল দেবিদ্বারের রাজামেহার ইউপি মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। গাজী আলমগীর হোসেন সরকারের সভাপতিত্বে এবং জসিম উদ্দিন সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আলমগীর কবির, লুৎফর রহমান বাবুল, অধ্যক্ষ মো. হুমায়ুন কবির, নুরুল ইসলাম, মোকবল হোসেন মুকুল, সাইফুল ইসলাম রুবেল, আনোয়ার হোসেন টিটু প্রমুখ।

সর্বশেষ খবর