শনিবার, ২৬ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

ডাস্টবিনে পড়ে ছিল ফুটফুটে নবজাতক

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদর হাসপাতালের ডাস্টবিন থেকে গতকাল সকালে উদ্ধার করা হয়েছে ফুটফুটে এক নবজাতককে (মেয়ে)। বর্তমানে শিশুটি হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি আছে। শিশু ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স কারমিলা মুরমু বলেন, গতকাল সকালে হাসপাতালের আবর্জনা নিতে আসেন পৌরসভার দুই পরিচ্ছন্ন কর্মী। তারা ডাস্টবিনে পলিথিনে মোড়ানো শিশুটি দেখতে পান। পরে এক সেবিকার মাধ্যমে নবজাতককে হাসপাতালে আনা হয়। আমরা শিশুটিকে স্যালাইন, ওষুধসহ যা যা প্রয়োজন দিয়েছি। এখন বাচ্চাটি সুস্থ আছে। সুলতানা খাতুন নামে রোগীর এক স্বজন বলেন, আমার একটা ছেলে আছে। মেয়েটি আমাকে দিলে নিব। তার মতো অনেকেই বাচ্চাটি নেওয়ার জন্য আবেদন করেছেন বলে জানান তিনি। সদর হাসপাতালের চিকিৎসক আফিয়া সুলতানা বলেন, সকাল ৯টার দিকে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। তার সব ধরনের চিকিৎসা দেওয়া হয়েছে। শিশুটি যখন এসেছিল তখন একটু অসুস্থ ছিল। এখন মোটামুটি ভালো আছে। শিশুটি হাসপাতালে আমাদের তত্ত্বাবধানে আছে। আইন অনুযায়ী দত্তক দেওয়া হবে।

সর্বশেষ খবর