রবিবার, ২৭ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

বিলুপ্তির পথে বাঁশশিল্প

মেহেরপুর প্রতিনিধি

বিলুপ্তির পথে বাঁশশিল্প

মেহেরপুরে ঐতিহ্যবাহী বাঁশশিল্প এখন বিলুপ্তির পথে। পুঁজির অভাব ও পণ্যের ন্যায্য দাম না পাওয়াসহ বাঁশের তৈজসপত্রের চাহিদা কমে যাওয়ায় এ পেশায় জড়িতরা মানবেতর জীবনযাপন করছেন। আধুনিকতার ছোঁয়ায় মেহেরপুরে হারিয়ে যেতে বসেছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী বাঁশশিল্প। বাঁশের তৈরি মনোমুগ্ধকর ডিজাইনের তৈজসপত্রের জায়গা দখল করে নিয়েছে অল্প দামে স্টিল ও প্লাস্টিকের পণ্য। তাই এ শিল্পের কারিগররা অভাব অনটনের মধ্যে দীর্ঘদিনের বাপ-দাদার পৈতৃক পেশা শতকষ্ট বুকে নিয়ে ধরে রেখেছেন। একটি বাঁশে ১০-১২টি বাঁশের ডালা তৈরি হয়। সব খরচ বাদ দিয়ে প্রতিটি ডালায় লাভ হয় ১০-১৫ টাকা।  সীমিত এই লাভে পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকা দায় হয়ে পড়েছে তাদের। সরকারি পৃষ্ঠপোষকতা ও অল্প সুদে ঋণের দাবি এই শিল্পে জড়িতদের। বাঁশশিল্পের সঙ্গে জড়িত কারিগররা জানান, প্লাস্টিকের সঙ্গে পাল্লা দিয়ে আমরা পারছি না। বর্তমানে আমাদের আর্থিক অনটনে সংসার চালাতে হয়। মেহেরপুর বিসিকের সম্প্রসারণ কর্মকর্তা ফয়সাল হাসনাত বলেন, বিসিক বাঁশ-বেতশিল্পের সঙ্গে জড়িতদের পরামর্শ, প্রশিক্ষণসহ আর্থিক সহায়তা দিয়ে থাকে।

সর্বশেষ খবর