রবিবার, ২৭ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

মামলা প্রকল্প পরিচালকসহ ছয়জনের বিরুদ্ধে

পাবিপ্রবিতে দুই শ্রমিক নিহত

পাবনা প্রতিনিধি

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) নির্মাণাধীন হলের ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যুর ঘটনায় প্রকল্প পরিচালক, ঠিকাদারি প্রতিষ্ঠানের পরিচালক, প্রকৌশলীসহ ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। নিহত শ্রমিক তুহিন হোসেনের চাচা মফিজুর রহমান বাদী হয়ে শুক্রবার রাতে পাবনা সদর থানায় মামলাটি করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, তুহিনের পরিবার পাবিপ্রবি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ও ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে শ্রমিকদের নিরপত্তায় অবহেলার অভিযোগ তুলেছেন। কর্তৃপক্ষের গাফিলতির লিখিত অভিযোগে প্রকল্প পরিচালক জি এম আজিজুর রহমান, ঠিকাদারি প্রতিষ্ঠানের পরিচালক হারুন অর রশীদ, ম্যানেজার নাছিরুল হক, ম্যানেজার মিজানুর রহমান ও দুজন সাইট ম্যানেজার সুজাউদ্দৌলা ও হোসাইন আলীকে আসামি করে এজাহার জমা দিয়েছেন। অভিযোগ আমলে নিয়ে এজাহার মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। আসামি হোসাইনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান চলছে। উল্লেখ্য, শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন হলের বাইরের অংশে শ্রমিকরা রশি ঝুলিয়ে প্লাস্টারের কাজ করছিলেন। এ সময় দড়ি ছিঁড়ে তিন শ্রমিক নিচে পড়ে দুজন মারা যান। নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের বাগানপাড়া চর বাসুদেরপুর গ্রামের তুহিন হোসেন (২৫) ও রাজশাহীর গোদাগাড়ি উপজেলার বিগ্রাম ঘণ্টি গ্রমের আসাদুল আলী (৩৫)। অন্য শ্রমিক মারাত্মকভাবে আহত হন।

সর্বশেষ খবর