রবিবার, ২৭ আগস্ট, ২০২৩ ০০:০০ টা
ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

চালকসহ আটক ৩

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় ট্রাকচাপায় ট্রাফিক পুলিশ সদস্য বিপ্লব প্রমাণিক (৪৮) নিহতের ঘটনায় ট্রাকমালিকসহ চালক ও সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন- ট্রাকচালক রংপুরের মাহিগঞ্জ থানার সঙ্গীর টারী গ্রামের আবদুল আজিজের ছেলে জামাল মিয়া, তার সহযোগী একই এলাকার ক্ষুদ্র রংপুর গ্রামের আজিজ মিয়ার ছেলে মশিউর রহমান ও ট্রাকমালিক সুন্দরগঞ্জ উপজেলার উত্তর মরুয়াদহ গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আনিছুর রহমান। নিজ কার্যালয়ে গতকাল সংবাদ সম্মেলনে এসব তথ্য        জানান, গাইবান্ধা পুলিশ সুপার কামাল হোসেন।

পুলিশ সুপার জানান, ট্রাকটির মালিক আনিছুর রহমান নিজেই ওই ট্রাকচালক। কিন্তু বদলি হিসেবে একজন অপেশাদার, অদক্ষ্য, লাইসেন্সবিহীন চালক জামাল মিয়া ঘটনার দিন ট্রাকটি চালাচ্ছিলেন। তিনি বলেন- প্রাথমিক জিজ্ঞসাবাদে তারা কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যকে চাপা দিয়ে হত্যা করার কথা স্বীকার করেছেন। তাদের স্বীকারোক্তিতে ট্রাকটি রংপুরের মাহিগঞ্জ থানার বীরভূদ বালাটারী গ্রামের একটি গ্যারেজে থেকে জব্দ করা হয়। তারা রং পরিবর্তন করার জন্য ট্রাকটি ওই গ্যারেজে নেয় বলে জানান পুলিশ সুপার।

সর্বশেষ খবর