রবিবার, ২৭ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

সৈয়দপুরে রেস্তোরাঁ শ্রমিক ধর্মঘট

সৈয়দপুর প্রতিনিধি

সন্ত্রাসী হামলা ও মারপিটের ঘটনার প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুর শহরে খাবার হোটেলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে স্থানীয় হোটেল মালিক সমিতি। হামলাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে গতকাল সকাল থেকে এ ধর্মঘট শুরু করেন তারা। এতে হোটেলের খাবারের ওপর নির্ভরশীল বহিরাগত ও স্থানীয়রা পড়েছেন ভোগান্তিতে। সৈয়দপুর হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক সখেন ঘোষ জানান, গত শুক্রবার রাতে তাজির হোটেলে খাবার পরিবেশন নিয়ে কর্মচারীর সঙ্গে কয়েক যুবকের বাগবিতন্ডা হয়। রাত ৯টার দিকে ২০-২৫ যুবক দেশি অস্ত্র নিয়ে হোটেলে হামলা চালায়। তারা কর্মচারী ও হোটেল মালিককে মারপিট করে মালামাল তছনছ করেছে। আশপাশের লোকজন ছুটে এলে ঘটনাস্থল ত্যাগ করে হামলাকারীরা। এ ঘটনায় রাতেই তাজির হোটেলের মালিক ও হোটেল মালিক সমিতির সভাপতি বখতিয়ার রহমান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। কয়েকজনের নামোল্লেখসহ অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে। সৈয়দপুর থানার ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

সর্বশেষ খবর