রবিবার, ২৭ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

শিক্ষক শ্রেণিকক্ষ দাবিতে পাবিপ্রবি শিক্ষার্থীদের মানববন্ধন

পাবনা প্রতিনিধি

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা শিক্ষক, শ্রেণিকক্ষ, ল্যাব সংকটসহ শিক্ষা কার্যক্রমে অনিশ্চয়তা নিরসনের দাবিতে মানববন্ধন করেছে। গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে তারা এ কর্মসূচি পালন করেন।

শিক্ষার্থীরা জানান, ২০১৪ সালে প্রতিষ্ঠিত হলেও পাবিপ্রবির ফার্মেসি শিক্ষায় গুণগতমান বাড়েনি। ল্যাব সংকট, ল্যাবের যন্ত্রপাতি অকেজো, শিক্ষক ও শ্রেণিকক্ষ সংকটসহ নানা কারণে সম্প্রতি পাবনা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের বি ফার্ম কোর্সের অ্যাক্রেডিটেশন নবায়ন স্থগিত করেছে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হাফিজা খাতুন বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে তাদের সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।

সর্বশেষ খবর