সোমবার, ২৮ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

গোপালগঞ্জে পিআইবির মোবাইল সাংবাদিকতার প্রশিক্ষণ

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে পিআইবির মোবাইল সাংবাদিকতার প্রশিক্ষণ

পিআইবির মোবাইল সাংবাদিকতাবিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে অতিথিরা

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে গোপালগঞ্জে মোবাইল সাংবাদিকতাবিষয়ক প্রশিক্ষণ (আবাসিক) কর্মশালা গতকাল বিকালে সম্পন্ন হয়েছে। পিআইবির সেমিনার কক্ষে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপূর্ত অধিদফতরের সাবেক সিনিয়র সচিব শহিদ উল্লাহ খন্দকার। পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন পিআইবির পরিচালক (প্রশাসন) জাকির হোসেন, পরিচালক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) শাহ্ শেখ মজলিশ ফুয়াদ প্রমুখ।

উপস্থিত ছিলেন- পিআইবির সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন, ড্যাফোডিল ইউনিভার্সিটির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. জামিল খান, সাংবাদিক সাব্বির আহমেদ, সাইফুর রহমান, এম মাহামুদ, কাজী মাহমুদ, মনির মোল্লা প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ তুলে দেন সাবেক সচিব শহীদ উল্লাহ খন্দকার ও পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ। অনুষ্ঠানে বক্তারা, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলমান উন্নয়ন কর্মকান্ড ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সাংবাদিকদেরও কার্যকরী ভূমিকা রাখতে উদাত্ত আহ্বান জানান। এর আগে পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা দুর্লভ কয়েকটি বই উপহার হিসেবে সাবেক সচিব শহীদ উল্লাহ খন্দকারের হাতে তুলে দেন।

সর্বশেষ খবর