সোমবার, ২৮ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

ভোক্তা অধিকারের অভিযানে দেড়শর ডাব ৭০ টাকায়

ফরিদপুর প্রতিনিধি

ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ফরিদপুরে অস্থির হয়ে উঠে ডাবের বাজার। এর পরিপ্রেক্ষিতে বাজার মনিটরিং জোরদার করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে গতকাল শহরের চকবাজার, থানারোডসহ বিভিন্ন স্থানে গড়ে উঠা অস্থায়ী ডাবের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এ সময় ব্যবসায়ীদের বাজার স্থিতিশীল রাখতে ক্রয়মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে ডাব বিক্রির নির্দেশনা দেওয়া হয়। ফলে তাৎক্ষণিক দেড়শ টাকার ডাব ৭০-৮০ টাকায় বিক্রি শুরু করে দোকানিরা। এ ছাড়া নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে শহরের চকবাজারের সাপ্তাহিক হাটে অভিযান চালানো হয়। রসুনের ক্রয় রশিদ দেখাতে না পারা ও বেশি দামে রসুন বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে অর্থদন্ড দেওয়া হয়।

 

সর্বশেষ খবর