সোমবার, ২৮ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

ম্যাটস শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট

নোয়াখালী প্রতিনিধি

ম্যাটস শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট

নোয়াখালীতে ম্যাটস শিক্ষার্থীরা ইন্টার্নশিপ বহাল, কর্মসংস্থান নিশ্চিত, নতুন নিয়োগ শুরুসহ চার দফা দাবিতে ক্লাস বর্জন ও অবস্থান ধর্মঘট করেছেন। জেলা শহর মাইজদীর সরকারি প্যারামেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) ক্যাম্পাসে গতকাল তারা ধর্মঘট করেন। শিক্ষার্থীরা জানান, ডিপ্লোমা শেষে নিয়ম অনুযায়ী এক বছর ইন্টার্নশিপ করার কথা। কিন্তু সম্প্রতি তাদের ইন্টার্নশিপ বন্ধ ঘোষণা করা হয়। কোর্স কারিকুলামেও আনা হয়েছে পরিবর্তন। হঠাৎ কেন্দ্র থেকে অ্যালাইড হেলথ বোর্ড গঠন করা হয়। যা বাতিল করে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠনের দাবি জানান তারা। শিক্ষার্থীরা আরও জানান, কোনো নিয়োগ না থাকায় এক যুগের বেশি সময় ধরে ম্যাটস শিক্ষার্থীরা কোথাও আবেদন করতে পারেনি।

 

সর্বশেষ খবর