সোমবার, ২৮ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

নিজের পাতা বৈদ্যুতিক ফাঁদে খামারির মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি

নিজের পাতা বৈদ্যুতিক ফাঁদে খামারির মৃত্যু

মুরগির খামারে বিড়ালের উৎপাত ঠেকাতে বৈদ্যুতিক ফাঁদ পেতেছিলেন সালমান ফারসি (২২) নামে এক যুবক। সেই ফাঁদেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার চৌরিগাছা গ্রামে তার বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউপির চৌরিগাছা গ্রামের গোলাম মোস্তাফার ছেলে সালমান পড়াশোনার পাশাপাশি বাড়ির পাশে মুরগির খামার গড়ে তোলেন। বিড়ালের উৎপাত থেকে রক্ষায় বাঁশের বেড়ার তৈরি খামারের চারদিকে তারে প্রতি রাতে বিদ্যুতের সংযোগ দিয়ে রাখতেন তিনি। শনিবার রাতেও তিনি তারে বিদ্যুতের সংযোগ দিয়ে ঘুমিয়ে পড়েন। তবে সকালে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করেই খামারে খাবার দিয়ে ফেরার পথে পা পিচলে পড়ে যান। এতে বিদ্যুৎ সংযোগ দেওয়া তারে তার ডান হাত জড়িয়ে যায়। পরে আশপাশের লোকজন এসে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সালমানকে মৃত ঘোষণা করেন।

সর্বশেষ খবর