সোমবার, ২৮ আগস্ট, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

আইন না মেনে বহুতল ভবন নির্মাণ

নাটোর প্রতিনিধি

ইমারত নির্মাণ আইন না মেনে বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে নাটোর শহরের আলাইপুরে। যত্রতত্র ভবন নির্মাণ করায় বিভিন্ন সড়কে ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স চলাচলের জন্য পর্যাপ্ত জায়গা না থাকায় বিপদে পড়ার আশঙ্কা পৌরবাসীর। তাদের অভিযোগ, কর্তৃপক্ষের নজরদারি না থাকায় এ অনিয়ম হচ্ছে। তবে অনিয়মের খবর পেলে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানালেন পৌর কর্তৃপক্ষ। পৌরসভার নাম ভাঙিয়ে তারা কাজ করে যাচ্ছেন নিজ ইচ্ছে মতো। পৌরসভার সহকারী প্রকৌশলী শাহিন আলম জানালেন, ইমারত আইন লঙ্ঘন করে ভবনের নির্মাণ করা হলে অভিযোগ পাওয়ামাত্র কাজ বন্ধ করে দেওয়া হচ্ছে। অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করার অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে পৌর মেয়র উমা চৌধুরী জানালেন, ভবন নির্মাণে অনিয়মের খবর পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভবন নির্মাণে অনিয়ম ঠেকাতে পৌর কর্তৃপক্ষের কঠোর হস্তক্ষেপ চাইছেন নাটোর শহরের বাসিন্দারা। এর মধ্য দিয়ে ভবিষ্যৎ প্রজন্ম একটি পরিকল্পিত নগর উপহার পাবে বলে আশাবাদী।

 

সর্বশেষ খবর