সোমবার, ২৮ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

চাঁপাইয়ে আম সংরক্ষণে হিমাগার স্থাপন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অত্যাধুনিক পদ্ধতিতে আম সংরক্ষণের জন্য ৫ হাজার ৬০০ মেট্রিক টন ধারণ ক্ষমতার হিমাগার স্থাপন করা হয়েছে। এতে ব্যাপক উচ্ছ্বসিত আম চাষি ও ব্যবসায়ীরা। জানা যায়, আজান ট্রেডিং ইন্টারন্যাশনাল লিমিটেড নামে প্রতিষ্ঠিত হিমাগারটিতে ২০২১ সালে পরীক্ষামূলকভাবে এক মেট্রিক টন ফজলি, ক্ষীরশাপাত ও লক্ষণভোগ আম রেখে ২৮ দিন পর বের করা হয়েছিল। তাতে আম সম্পূর্ণ অক্ষত ছিল। এ ছাড়া ২০২২ সালে ৫০০ কেজি গাজর, ২০০ কেজি কাঁচা মরিচ ও ২০০ কেজি টমেটো রাখা হয়েছিল। চলতি বছরের ১১ থেকে ২৩ জুন পর্যন্ত ৩২ মেট্রিক টন ক্ষীরশাপাত ও দুই মেট্রিক টন ল্যাংড়া আম সংরক্ষণ করা হয়েছিল এখানে। শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, চাঁপাইনবাবগঞ্জের অনেকেই আম সংরক্ষণের ব্যাপারে সচেতন নয়। শিবগঞ্জে হিমাগার হওয়ায় আম রেখে কিছুদিন পরে বেশি দামে বিক্রি করা যাবে।

 

সর্বশেষ খবর