মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

পাকুড়িয়া গণহত্যা দিবস

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মান্দায় ঐতিহাসিক পাকুড়িয়া গণহত্যা দিবস পালন করা হয়েছে। শহীদ পরিবার কল্যাণ ব্যবস্থাপনা কমিটি, পাকুড়িয়া ইউনাইটেড উচ্চবিদ্যালয় ও এলাকাবাসীর আয়োজনে গতকাল বধ্যভূমি চত্বরে এসব কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইমাজ উদ্দিন প্রামাণিক এমপি। সভাপতিত্ব করেন পাকুড়িয়া ইউনাইটেড উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আবদুল লতিফ।

উল্লেখ্য, একাত্তরের ২৮ আগস্ট সকালে পাকহানাদার বাহিনী গ্রামবাসীদের অস্ত্রের মুখে জিম্মি করে মান্দার ইউনাইটেড উচ্চবিদ্যালয় মাঠে নিয়ে গুলি করে হত্যা করে। এতে শহীদ হন ১২৮ জন নিরীহ মানুষ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর