মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

শিশু অপহরণে চাচি

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে বাবা-মায়ের কাছ থেকে রিয়াদ হোসেন ওরফে রোহান (সাত মাস) নামে এক শিশু অপহরণের ১০ ঘণ্টার মধ্যে বগুড়া থেকে উদ্ধার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এ ঘটনায় শিশুটির চাচিকে বোনসহ গ্রেফতার করা হয়েছে। গতকাল জিএমপির উপকমিশনার আবু তোরাব মো. শামছুর রহমান  সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। গ্রেফতারকৃতরা হলেন বগুড়া সদর উপজেলার চকসূত্রাপুর এলাকার জাহাঙ্গীরের মেয়ে জাকিয়া সুলতানা জান্নাত (২৩) ও জাকিয়ার ছোট বোন রাকিবা আভান আঁখি (২১)। এর মধ্যে জাকিয়া শিশুটির চাচা মাসুদের স্ত্রী। জিএমপির উপকমিশনার জানান, রবিবার গাজীপুর শহরের বাঙ্গালগাছ এলাকার রাজমিস্ত্রির সহকারী রহিম উদ্দিন (৫০) ও তার স্ত্রী হাবিবা আক্তার শিশু রোহানকে নিয়ে বাসায় বিশ্রাম করছিলেন। এ সময় ঘর থেকে চাচি জান্নাত কৌশলে শিশুটি অপহরণ করে।

আসেন রহিম উদ্দিনের চাচাতো ভাই মাসুদের স্ত্রী জান্নাত। কথাবার্তা বলার একপর্যায়ে শিশুটিকে বাবা-মায়ের কাছ থেকে কৌশলে অপহরণ করে নিয়ে যান তিন। বেশকিছু সময় পরও শিশুটিকে ফেরত না আনায় তারা জান্নাতের কাছে যান। তারা জান্নাতকে রোহান সম্পর্কে জিজ্ঞাসা করেন। জান্নাত রোহানকে নেওয়ার কথা অস্বীকার করেন। পরে জাতীয় সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে সহকারী পুলিশ কমিশনার (সদর জোন) ফাহিম আসজাদের নেতৃত্বে সদর থানা পুলিশের একাধিক টিম বগুড়া থেকে শিশুটিকে উদ্ধার করে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর