বুধবার, ৩০ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

রামসাগর এক্সপ্রেস এক যুগ পর চালু

গাইবান্ধা প্রতিনিধি

রামসাগর এক্সপ্রেস এক যুগ পর চালু

গরিবের অ্যাম্বুলেন্স খ্যাত উত্তরের জনপ্রিয় ট্রেন রামসাগর এক্সপ্রেস দীর্ঘ এক যুগ পর গতকাল চালু হয়েছে। গাইবান্ধার বোনারপাড়া জংশন থেকে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন গতকাল রামসাগর এক্সপ্রেস উদ্বোধন করেন। পরে ওই ট্রেনে তিনি নলডাঙ্গা স্টেশনের আধুনিকায়ন কাজেরও উদ্বোধন করেন। এর মাধ্যমে চিকিৎসা নগরী রংপুর, দিনাজপুর শিক্ষাবোর্ড ও পঞ্চগড় জেলার সঙ্গে স্বল্প খরচ, অল্প সময়ে যোগাযোগের সুবিধা পাবে এ অঞ্চলের মানুষ। জানা গেছে, গাইবান্ধা, রংপুর ও দিনাজপুরবাসীর যাতায়াতের সুবিধার্থে ২০১০ সালের ১২ নভেম্বর চালু করা হয় আন্তনগর রামসাগর এক্সপ্রেস ট্রেন। কম ভাড়া এবং নির্দিষ্ট সময়ে পৌঁছানোয় ট্রেনটি গাইবান্ধাবাসীর কাছে খুবই জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু জনবল সংকটসহ নানা অজুহাতে ২০১২ সালের ২৪ আগস্ট ট্রেনটি বন্ধ করে দেওয়া হয়। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর জনগণের দাবি রেল বিভাগের নজড়ে আনেন  সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন। এরপর বোনারপাড়া থেকে পঞ্চগড় পর্যন্ত রামসাগর এক্সপ্রেস চালুর সিদ্ধান্ত নেয় রেল মন্ত্রণালয়। এ অঞ্চলের ব্যবসা বাণিজ্যেও ইতিবাচক প্রভাব ফেলবে এ ট্রেন। ট্রেনটি পঞ্চগড় থেকে বৃহস্পতিবার এবং গাইবান্ধার বোনারপাড়া থেকে শুক্রবার বন্ধ থাকবে।

উদ্বোধনের আগে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রেলমন্ত্রী বলেন, আওয়ামী লীগের সরকার উন্নয়নের সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরের আট জেলার প্রতি বিশেষ নজর দিয়েছেন। তিনি এ অঞ্চলের মানুষের সমস্যা সমাধানে নিজে কাজ করছেন।

সর্বশেষ খবর