বুধবার, ৩০ আগস্ট, ২০২৩ ০০:০০ টা
রূপগঞ্জে সমবায় সমিতি

গ্রাহকদের ১৫ কোটি টাকা নিয়ে উধাও পরিচালক

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্রাহকদের জমানো ১৫ কোটি টাকা নিয়ে নিপু দাস নামে এক পরিচালক উধাও হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার রাতে উপজেলার রূপগঞ্জ থানা এলাকার মায়ের ছায়া নামক সমবায় সমিতিতে। এ ঘটনায় ওই সমবায় সমিতির পক্ষে অপর পরিচালক মো. বাদল মিয়া বাদী হয়ে থানায় মামলা করেছেন। আসামি করা হয়েছে- ব্যবস্থাপনা পরিচালক নিপু দাস ও তার সহযোগী দিলীপ (৪৫), শিবু ওরফে শিধু দাস (৬০), সুবাস (৪০), অপু (৩০), লতা (২৫), মিঠুন চন্দ্র দাস ও পূজা দাস (৪০)। নিপু দাস জেলার বন্দর থানার গঙ্গাকুল এলাকার শিধু চন্দ্র দাসের ছেলে। মামলার বাদী বাদল মিয়া জানান, ২০১৩ সালে তিনি, হোসেন মিয়া, সোহেল মিয়া, মামুন মিয়া ও নিপু দাসহ পাঁচজন মিলে মায়ের ছায়া নামে একটি সমবায় সমিতির অনুমোদন নেন। এ সমিতিতে বর্তমানে ২ হাজারেরও বেশি গ্রাহক লেনদেন করে আসছেন। এমতাবস্থায় নিপু দাস ও তার সহযোগীরা মিলে সমিতির ১৫ কোটিরও বেশি নগদ টাকা নিয়ে পালিয়ে যান।

অভিযুক্ত নিপু দাসের ব্যবহৃত তিনটি মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে সবগুলো বন্ধ পাওয়া যায়। রূপগঞ্জ থানার ভারগ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, মায়ের ছায়া সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নিপু দাস ও তার সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর