বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

দুটি হত্যা মামলায় সাতজনের ফাঁসি

কুমিল্লা ও চুয়াডাঙ্গা প্রতিনিধি

দুটি হত্যা মামলায় সাতজনের ফাঁসি

কুমিল্লার চান্দিনায় প্রবাসী শহীদ উল্যাকে হত্যার দায়ে স্ত্রীসহ চারজনকে মৃত্যুদন্ড ও মেয়েকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন গতকাল এ রায় দেন। মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলেন- চান্দিনা থানার কাশারী খোলা গ্রামের নিহত শহীদ উল্ল্যার স্ত্রী হাছনেয়ারা বেগম, একই গ্রামের খলিলুর রহমানের ছেলে শাহজাহান, মধু মিয়ার ছেলে আমির হোসেন ও তৈয়ব আলীর ছেলে মোস্তফা। যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামি হলেন- শহীদ উল্যাহর মেয়ে খাদিজা বেগম খোদেজা। মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালে ২১ নভেম্বর রাতে লোকজনের চিৎকার শুনে ঘুম থেকে ওঠে বাদী জানতে পারেন, শহীদ উল্যাকে পাওয়া যাচ্ছে না। পর দিন সকালে গ্রামের ধান খেতে শহীদ উল্যার লাশ পাওয়া যায়। এদিকে চুয়াডাঙ্গায় ইজিবাইক চালক জহুরুল ইসলাম হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মাসুদ আলী গতকাল এ রায় দেন। মৃত্যুদন্ড পাওয়া আসামিরা হলেন যশোরের চাচড়া রায়পাড়ার আবদুস ছালামের ছেলে ফজলুর রহমান (৪৪), ঠাকুরগাঁওয়ের গণেশচন্দ্র রায়ের ছেলে দীপক কুমার রায় (৩৭) ও গোপালগঞ্জের শহিদুল ইসলামের ছেলে আবু সুফিয়ান (৪০)।

সর্বশেষ খবর