বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

মোবাইলে গেম খেলতে খেলতে ট্রেনের নিচে যুবক

রাজবাড়ীতে কাটা পড়লেন বৃদ্ধ

প্রতিদিন ডেস্ক

রংপুরে রেললাইনে বসে মোবাইল ফোনে গেম খেলার সময় ট্রেনে কাটা পড়ে এক যুবক মারা গেছেন। রাজবাড়ীতে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়লেন বৃদ্ধ। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির পাঠানো খবর-

রংপুর : স্থানীয় কাউন্সিলর জানান, আফিয়ান ইসলাম সাকিব (২০) নামে এক যুবক মঙ্গলবার রাত ৮টার দিকে সাতমাথা রেল ক্রসিংয়ের কাছে রেললাইনে বসে কানে হেডফোন দিয়ে মোবাইলে গেম খেলছিলেন। এ সময় রংপুর এক্সপ্রেস ট্রেন ওই স্থান অতিক্রম করার সময় কাটা পড়েন সাকিব। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় মৃত্যু হয়। সাকিব নগরীর আঙ্গুর মিয়ার ব্রিজ এলাকার মানিক মিয়ার ছেলে। রাজবাড়ী : খানখানাপুর রেলক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে মারা গেছেন সবুর আলী (৬৩)। গতকাল সকালে ‘ভাটিয়াপাড়া এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়েন তিনি। নিহতের বাড়ি খানখানাপুর ইউনিয়নের মল্লিকপাড়া গ্রামে। স্থানীয়রা জানান, ফজরের নামজ পড়ে সবুর আলী বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকায় হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সর্বশেষ খবর