বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

তিন মাস পর কাল উন্মুক্ত হচ্ছে সুন্দরবন

বাগেরহাট প্রতিনিধি

তিন মাস বন্ধ থাকার পর শুক্রবার (কাল) পর্যটকসহ সব ধরনের বনজীবীর জন্য উন্মুক্ত হচ্ছে সুন্দরবন। রয়েল বেঙ্গল টাইগার ও হরিণসহ ৩৭৫ প্রজাতির বন্যপ্রাণী ও ২৯১ প্রজাতির মৎস্য সম্পদের প্রজনন নির্বিঘ্ন করতে ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে পর্যটকসহ বনজীবীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল বন বিভাগ। শেষ মুহূর্তে বন বিভাগের কাছ থেকে পাস-পারমিট নিয়ে সুন্দনবনে প্রবেশের প্রস্তুতি নিচ্ছেন ট্যুর অপারেটরসহ বনজীবীরা। বন উন্মুক্ত হলেও পানির বোতল, চিপসের প্যাকেটের মতো সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ রয়েছে।

সর্বশেষ খবর