শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

কাদাপানির ১ কিলোমিটার

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

কাদাপানির ১ কিলোমিটার

বাউফলের কাঞ্চন চৌকিদারের দোকান থেকে ইমান্দির বাজার সড়ক -বাংলাদেশ প্রতিদিন

বাউফলের বগা ইউনিয়নের কৌখালী গ্রামের একটি সড়কের দুই দিকে কার্পেটিং করা হলেও মাঝখানে ১ কিলোমিটার রয়ে গেছে কাঁচা। পুরো সড়কে মানুষ স্বাচ্ছন্দে চলাচল করলেও ওই অংশ পার হতে পোহাতে হয় চরম ভোগান্তি। বর্ষা মৌসুমে কাঁচা সড়ক কাদা-পানিতে একাকার হয়ে দুর্ভোগ আরও বেড়ে যায়। সংশ্লিষ্ট সূত্র জানায়, বগা ইউনিয়নের ধাউরাভাঙ্গা কাঞ্চন চৌকিদারের দোকান থেকে ইমান্দির বাজার পালেরডাঙ্গার রাস্তারমাথা পর্যন্ত সড়কটি স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদফতরের আওতাধীন। এ সড়কের শুরু ও শেষ দিকে পাকা করা হলেও মাঝে প্রায় এক কিলোমিটারে কাজ হয়নি। ফলে স্থানীয়রা পাকা অংশেরও সুফল পাচ্ছেন না। এ সড়ক দিয়ে দক্ষিণ কৌখালী সরকারি প্রাইমারি স্কুল ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের কয়েক শ শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ যাতায়াত করেন। কেন সড়কের এ অংশটুকু পাকা হয়নি তা জানেন না এলাকাবাসী। পাকাকরণের জন্য তারা দীর্ঘদিন স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে ধরনা দিয়েও প্রতিকার পাননি। স্থানীয় বাসিন্দা শিক্ষক আবদুর রহমান বলেন, তার জ্ঞান হওয়ার পর থেকে সড়কে ওই অংশটুকু কাঁচা দেখছেন। এটুকু রাস্তা পাকা হলে স্থানীয়রা ভালোভাবে যাতায়াত করতে পারবেন। বগা ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান বলেন, সড়কের মাঝের অংশটুকু কেন পাকা করা হচ্ছে না আমি নিজেও জানি না। সংশ্লিষ্ট দফতরে এ নিয়ে কয়েকবার যোগাযোগ করেছি। সড়কের বিষয়ে জানতে বাউফল উপজেলা প্রকৌশলী সুলতান হোসেনের মোবাইলে ফোন দিলে তিনি রিসিভ করেননি।

সর্বশেষ খবর