শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

আখের ফলন দামে খুশি চাষি

নীলফামারী প্রতিনিধি

আখের ফলন দামে খুশি চাষি

নীলফামারীতে আখের ভালো ফলন ও দাম বেশি হওয়ায় খুশি কৃষক। এবার জেলায় ১৭৫ হেক্টর জমিতে আখ চাষ হয়েছে। জলঢাকা উপজেলার রতন চন্দ্র বলেন, ২২ শতক জমিতে আখ চাষ করেছি। খরচ হয়েছে ১৮-২০ হাজার টাকা। ভালো ফলন হয়েছে, দামও ভালো। এরকম দাম থাকলে লাভ হবে বলে আশা করছি। তিনি জানান, এক বিঘা জমিতে ৬ থেকে ৮ হাজার পিস আখ পাওয়া যায়। চাহিদা বেশি থাকায় খেতেই বিক্রি হয় আখ। পাইকাররা এসে জমি থেকে প্রতি পিস আখ ১০-১২ টাকা করে কিনে নেন। কিশোরগঞ্জ উপজেলার খুচরা ও পাইকারী আখ বিক্রেতা মিজানুর রহমান বলেন, আমরা খেত থেকে ১০০০-১২০০ টাকায় ১০০ আখ কিনি। বহন বাবদ ৩০০-৪০০ টাকা খরচ হয়। বাজারে বিক্রি করি ২৫ থেকে ৩০ টাকা দরে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর বলছে, নীলফামারীর মাটি আখ চাষের উপযোগী। আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর বাম্পার ফলন হয়েছে। রোগবালাই থেকে চাষিরা যেন ফসল বাঁচাতে পারেন সেজন্য যথাসময়ে কৃষি অফিসের মাধ্যমে সঠিক পরামর্শ দেওয়া হয়েছে।

 

সর্বশেষ খবর