রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

ঐতিহ্যবাহী নৌকাবাইচ

দিনাজপুর প্রতিনিধি

ঐতিহ্যবাহী নৌকাবাইচ

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতায় সাধারণ মানুষের ঢল নামে। গতকাল বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনাজপুরের ঘোড়াঘাটে এই নৌকাবাইচ প্রতিযোগিতা হয়। দুপরের পর থেকে নদীর দুই পাড়ে নারী-পুরুষ ও শিশুসহ হাজার হাজার দর্শক উপস্থিত হয়ে এ খেলা উপভোগ করেন। ঘোড়াঘাট উপজেলার কৃষ্ণরামপুর যুব সমাজের আয়োজনে প্রতিযোগিতায় বিভিন্ন এলাকার আটটি নৌকা অংশ নেয়। রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমারপুর গ্রামের সূর্য্যরে আলো ও চাঁদের আলো নৌকা ফাইনাল রাউন্ডে খেলে সূর্য্যরে আলো প্রথম স্থান অধিকার করে। অতিথিরা প্রথম স্থান অধিকারী দলের হাতে একটি গরু ও দ্বিতীয় স্থান অধিকারী দলের হাতে একটি খাসি উপহার হিসেবে তুলে দেন। প্রধান অতিথি ছিলেন উপস্থিত ছিলেন, ঘোড়াঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবদুর রাফে খন্দকার সাহানশা।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর