রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

প্রধানমন্ত্রীর ভারত সফর ঘিরে স্বপ্ন বুনছেন উত্তরের মানুষ

রহনপুর-সিঙ্গাবাদ রেল রুট

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখনই ভারত সফরে যান তখনই দুই দেশের জনগণ আশায় বুক বাঁধেন রহনপুর-সিঙ্গাবাদ রুট দিয়ে যাত্রীবাহী ট্রেন চালুর বিষয়ে। চলতি মাসে শেখ হাসিনার ভারত সফর ঘিরে আবারও স্বপ্ন দেখছেন চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী অঞ্চলের মানুষ। ভারতের পশ্চিমবঙ্গের মালদহ ও মুর্শিদাবাদের মানুষেরও একই স্বপ্ন। কারণ তাদের সঙ্গে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী অঞ্চলের মানুষের আত্মীক সম্পর্ক। তারা এ রুট দিয়ে যে কোনো যাত্রীবাহী ট্রেন চলাচলের দাবি জানিয়ে আসছেন দীর্ঘদিন ধরে। এর অংশ হিসেবে আবারও এ অঞ্চলের মানুষের প্রাণের দাবি বাস্তবায়নে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি জিয়াউর রহমানের মাধ্যমে রেলমন্ত্রীর কাছে বিষয়টি তুলে ধরেছেন রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদ নেতারা।

রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক নাজমুল হুদা খান রুবেল জানান, ব্রিটিশ সরকার ১৯১৭ সালে রহনপুর থেকে ভারত রেল যোগাযোগ স্থাপন করে। ১৯৪৭ সালে দেশ ভাগের আগ পর্যন্ত এ রুটে ট্রেন চলাচল করেছে। ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধের পর রুটটি বন্ধ হয়ে যায়। ১৯৯০ সালে রুটটি পুনরায় চালু হয়, যা এখনো অব্যাহত আছে। তবে এখন এ রুট দিয়ে শুধু বাংলাদেশ-ভারত-নেপাল পণ্য পরিবহন হয়। যাত্রীবাহী ট্রেন চালু হলে তিন দেশের পর্যটনের নতুন দিগন্তের সূচনা হবে। সীমান্তের ওপারের সংসদ সদস্য শ্রী খগেন মুর্মু এ বিষয়ে তার সরকারের কাছে দাবি জানিয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জিয়াউর রহমান বলেন, রেলমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরের আলোচ্যসূচিতে বিষয়টি অন্তর্ভুক্ত করার আবেদন জানানো হয়েছে। এ বিষয়ে রেলমন্ত্রীকে ডিও লেটার পাঠানো হবে।

সর্বশেষ খবর