রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

অভিযানেও কমছে না ডাবের দাম

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় বারবার অভিযান চালালেও কমছে না ডাবের দাম। ব্যবসায়ীরা ক্রেতাদের কাছ থেকে ইচ্ছেমতো দাম হাঁকিয়ে হাতিয়ে নিচ্ছেন হাজার হাজার টাকা। চড়া দামের কারণে ডাব খাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন নিম্নআয়ের মানুষ।

জানা যায়, বগুড়ার বিভিন্ন স্থানে গতকাল অভিযান চালিয়ে তিন ডাব ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। দণ্ডিতদের মধ্যে গোদারপাড়ার আল আমিন ডাব ঘরের শফিকুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাকি দুই প্রতিষ্ঠান নামাজগড়ের দুই ভাই ডাব ঘর ও মেসার্স রূপম এন্টারপ্রাইজকে পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। ভোক্তা অধিকারের বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, ডাব বেচাকেনার পরিস্থিতি দেখতে অভিযান চালানো হয়। এ সময় ডাবের তিনজন পাইকারি ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। অভিযানে বগুড়া র‌্যাব-১২ ক্যাম্পের সদস্য ও জেলা কৃষি বিপণন কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর