রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

গাছে গাছে বারোমাসি আম

বাবুল আখতার রানা, নওগাঁ

গাছে গাছে বারোমাসি আম

গাছে গাছে ঝুলছে বারি-৪, ব্যানানা ম্যাঙ্গো, কাটিমন, গৌরমতি আম। কিছু গাছে আবার ছোট ছোট আমের গুটি। কিছু গাছে মুকুল। সারা বছর আম পাওয়া যাবে বাগানটিতে। আম মৌসুমি ফল হলেও এ বিশেষ পদ্ধতি অবলম্বন করে সারা বছর ফলিয়ে তাক লাগিয়ে দিয়েছেন কৃষি উদ্যোক্তা নওগাঁর রায়হান আলম। এসব আম অফ-সিজনে হলেও অত্যন্ত সুস্বাদু, সুমিষ্ট এবং বিভিন্ন ফ্লেবারের। সারা বছর আম পাওয়ার কথা কেউ ভাবতেও পারেনি। রায়হান আলম তা উৎপাদনে সফল হয়েছেন। বারি-৪, ব্যানানা ম্যাঙ্গো, কাটিমন ও গৌরমতি আমে এ পদ্ধতি ব্যবহার করেছেন তিনি। জানা গেছে, সাধারণত জুনের মাঝামাঝি থেকে জুলাই পর্যন্ত আমের ভরা মৌসুম থাকে। এ সময়ে একসঙ্গে অধিক পরিমাণে আম বাজারে পাওয়ায় চাষিরা এর ভালো দাম পান না। তাই বিশেষ পদ্ধতি অবলম্বন করে আগস্ট, সেপ্টেম্বর কিংবা তারপরও আম ফলানোর উদ্যোগ নেন রায়হান আলম। আর তাকে সবদিক দিয়ে সহযোগিতা করছে কৃষিবিভাগ। বাগানের শ্রমিকরা জানান, এসব আম অত্যন্ত সুস্বাদু ও সুমিষ্ট। তার বাগানে নিয়মিত ১৫-২০ জন শ্রমিক কাজ করেন। ব্যবসায়ী মিঠুন হোসেন বলেন, আম অমৌসুমে পেয়ে ক্রেতারা হুমড়ি খাচ্ছেন। রায়হানের বাগানের বিভিন্ন জাতের আম ঢাকা, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে।

পোরশার উপসহকারী কৃষি কর্মকর্তা সেলিম রেজা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, রায়হান শিক্ষিত চাষি। আম উৎপাদনে পরামর্শ এবং টেকনিক্যাল সাপোর্ট দেওয়ায় তিনি খুব ভালো করেছেন।

সর্বশেষ খবর