রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

বেহাল সড়কে ভোগান্তি

শেরপুর প্রতিনিধি

বেহাল সড়কে ভোগান্তি

শেরপুর সদর উপজেলা বাজিতখিলা ইউনিয়নের মির্জাপুর থেকে সাত্তারকান্দি পূর্ব সুলতানপুর পর্যন্ত ১ দশমিক ৫ কিলোমিটার সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে আছে। এর নাম ‘বঙ্গবন্ধু সড়ক’। বর্ষায় রাস্তাটি বেহাল হয়ে পড়েছে। যেখান দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। যেখানে মানুষের ভোগান্তির শেষ নেই। বর্ষায় কোনো যানবাহন চলতে পারে না। কেউ অসুস্থ হলে হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে পড়ে। শিক্ষার্থীদের বিদ্যালয়ে যেতেও কষ্ট হয়। জানা গেছে, ২০২১ সালে সড়কটি নির্মাণ করা হয়। যেখানে এখন হেঁটে যেতেও খুব কষ্ট হয়, আক্ষেপের কথা জানান ওই এলাকার বাসিন্দারা। বাজিতখিলা ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল হাসান মানুষের কষ্টের কথা স্বীকার করে বলেন, সড়কটি পাকা করতে জোর সুপারিশ করা হবে।

সর্বশেষ খবর