রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

শিক্ষার্থীদের স্বেচ্ছাশ্রমে সাঁকো

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

শিক্ষার্থীদের স্বেচ্ছাশ্রমে সাঁকো

সখীপুরে স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো তৈরি করেছেন স্থানীয় স্কুল-কলেজ শিক্ষার্থীরা। উপজেলার কালিদাস থেকে বহুরিয়া সড়কের পানাউল্লাপাড়ায় এ সাঁকো নির্মাণ করা হয়েছে। শিক্ষার্থীরা জানান, ভেঙে যাওয়া গ্রামীণ সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় প্রায় এক মাস চলাচলে খুব অসুবিধায় হয়েছিল এলাকাবাসীর। স্কুল-কলেজে যেতে আমাদের ভোগান্তি পোহাতে হতো। এ অবস্থা থেকে উত্তোরণে বন্ধের দিন সম্মিলিতভাবে এলাকার বড় ভাইদের সঙ্গে নিয়ে এ সাঁকো নির্মাণ করেছি। ওই এলাকার মোশারফ হোসেন বলেন, বহুরয়িা-কালিদাস সড়কের মাঝখানে ২৬০০ মিটার সড়ক কাঁচা। এ কাঁচা সড়ক ভেঙে বৃষ্টির পানির ঢল যাচ্ছিল। এলাকার শিক্ষার্থীরা বিভিন্ন বাড়ি থেকে বাঁশ সংগ্রহ করে সাঁকো নির্মাণ করায় স্থানীয়রা খুশি।

সর্বশেষ খবর